কার্টুন-চিত্রী চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়-এর কাজ

চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়
(১৯০০-১৯৩১)

চিত্রকর। কাঠখোদাই ও লিনোকাট শিল্পী। গ্রন্থচিত্রী। বসুমতী প্রকাশনা সংস্থার বইতে অলংকরণ করেছেন। বিশেষ উল্লেখযোগ্য, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের রচনার অলংকরণ।

চারুকলা অনুশীলনের জন্য ইয়োরোপ যাত্রা, ফ্রান্সে বসবাস। ফিরে এসে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট সংস্থায় শিক্ষকতা। কমার্শিয়াল আর্টের শিক্ষক।

শিল্প-ঐতিহাসিক কমল সরকারের মতে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রকলার উত্তরাধিকারী চঞ্চলকুমার। গগনেন্দ্রনাথের কাছে যাতায়াত করতেন তিনি।

১৯২০-র দশকে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট-এ গগনেন্দ্রনাথের সঙ্গে তাঁর ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়।

এই প্রদর্শনীর আলোচনা প্রসঙ্গে হেমেন্দ্রকুমার রায় লিখেছেন, ‘শুধু গগনেন্দ্রনাথ নয়, তাঁর এক সিশ্য এবারে সতেরোখানি ব্যঙ্গের ছবি মেলাতে পাঠিয়েছেন। এই নতুন ও তরুণ শিল্পীর নাম শ্রীযুক্ত চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়। ওস্তাদ পটুয়া গগনেন্দ্রনাথের ছবির ভেতরে যেমন ভাবের গভীরতা ও রেখার আশ্চর্য ইন্দ্রজাল দেখা যায়, এই নবীন শিল্পীর কাছ থেকে যদিও ততটা আশা করা যায় না, তবুও এ কথা বলতে হবে যে, ব্যঙ্গচিত্রের গোড়া থেকেই দক্ষ হাত তীক্ষ্ণ চক্ষু নিয়ে ইনি আসরে নেমেছেন।’ (ভারতী, ফাল্গুন ১৩২৪)

চঞ্চলকুমার ছবি ও কার্টুন এঁকেছেন বসুমতী, ভারতবর্ষ, আগমনী, বিচিত্রা, ইন্ডিয়ান ইঙ্ক, গার্ডিয়ান (কলকাতা) পত্রিকায়।

মাত্র ৩১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

এখানে সাজানো ছবিগুলি ১৩৩২ থেকে ১৩৩৯ বঙ্গাব্দের মধ্যে বসুমতী-র মাসিক, বার্ষিক ও শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

 

1332-aswin -Chanchal Kumar Bandhopadhyay 1332-aswin-1-Chanchal Kumar Bandhopadhyay

1332-aswin-2-Chanchal Kumar Bandhopadhyay 1333-1-Barshik Bosumati-Chanchal Kumar Bandhopadhyay

1333-2-Barshik Basumati-Chanchal Kumar Bandhopadhyay 1333-3-Barshik Basumati-Chanchal Kumar Bandhopadhyay

1333-4-Baarshik Bosumoti-Chanchal Kumar Bandhopadhyay 1333-Jaysthaya-1-Chanchal Kumar Bandhyopadhyay 1333-Jaysthaya-2-Chanchal Kumar Bandhyopadhyay 1335-Ashar-Chanchal Kumar Bandhyopadhyay Aashar

1334-shraban-Chanchal Kumar Bandhyopadhyay 1335-aswin-1-Chanchal Kumar Bandhyopadhyay

1335-aswin-2-Chanchal Kumar Bandhyopadhyay aaswin 1335-Baishak-1-Chanchal Kumar Bandhopadhyay

1335-Baishak-2-Chanchal Kumar Bandhopadhyay 1335-Baishak-3-Chanchal Kumar Bandhopadhyay

1335-bhadra-Chanchal Kumar Bandhyopadhyay 1335-chaitra-1-Chanchal Kumar Bandhopadhyay

1335-Jaisthya-1-Chanchal Kumar Bandhapadhyay

1335-Jaysthya-2-Chanchal Kumar Bandhyopadhyay

1335-Saradiya Dainik Basumoti-Chanchal Kumar Bandhopadhyay 1335-shraban-Chanchal Kumar Bandhyopadhyay

1336-falgun-Chanchal Kumar Bandhyopadhyay1335-chaitra-2-Chanchal Kumar Bandhopadhyay Chaitra

1336-kartik-Chanchal Kumar Bandhyopadhyay 1339-ashar-Chanchal Kumar Bandhopadhyay

1339-aswin-Chanchal Kumar Bandhopadhyay 1339-jaishthya-Chanchal Kumar Bandhyopadhyay

1339-shraban-Chanchal Kumar Bandhopadhyay Cartoon Chanchal Kumar Bandyapadhyay 30

Cartoon Chanchal Kumar Bandyapadhyay 29

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *