কার্টুন রঙ্গ বিচিত্রা

 

Cartoon Pattor Two matter _1a

বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের বই ‘কার্টুন রঙ্গ বিচিত্রা’ প্রকাশিত হয়েছে ১৪২০-তে। প্রকাশক করুণা প্রকাশনী, কলকাতা। দাম ৪০০ টাকা। বইটিতে আলোচিত হয়েছে নানা বিষয়। রেনেসাঁ যুগের ব্যঙ্গচিত্র, ভারতে প্রতিষ্ঠিত কার্টুনিস্টদের কথা, বাংলার কার্টুন, বাংলার কার্টুন-শিল্পীরা, বিভিন্ন বিষয়ের কার্টুন— ভবরঙ্গ, ভোটরঙ্গ, রাজনীতিরঙ্গ, শিশুরঙ্গ, বিচিত্ররঙ্গ, অলঙ্করণরঙ্গ ইত্যাদি।

বিশ্বদেব গঙ্গোপাধ্যায় বহুদিন ধরে কার্টুনের ইতিহাস চর্চায় রয়েছেন। তিনি ‘সরস কার্টুন’ ও ‘রঙ্গ ব্যঙ্গ রসিকেষু’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কার্টুন জগতে এই দুটি পত্রিকার অসামান্য অবদান। বিশ্বদেব বর্তমানে ‘বিষয় কার্টুন’ পত্রিকার সম্পাদক। বিশ্বদেবের এই বইটি, যারা কার্টুন ভালবাসেন, তাদের অবশ্যই পড়তে হবে। বইটি থেকে একটি কার্টুন নিয়ে আমরা এখানে রাখছি। এঁকেছেন শুভজিৎ দে। কার্টুনটির সঙ্গে এখনকার অবস্থার মিল রয়েছে, তাই বেছে নেওয়া।

Cartoon Pattor Two _Images 2a

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *