টিপু কা আফসানা

Cartoonpattorer Matter 140416

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, তাঁকে নিয়ে আঁকা কার্টুন সংকলন ‘টিপু কা আফসানা’র প্রকাশ অনুষ্ঠানে কার্টুন নিয়ে কয়েকটি কথা বলেছেন। যেমন তাঁকে নিয়ে আঁকা কার্টুনে তাঁর নাকটাকেই বেশি গুরুত্ব দেওয়া। এতে তাঁর আপত্তি নেই। তাঁর কথায়, নাকই তাঁর চেহারার বৈশিষ্ট্য।

এই নিয়ে তিনি কিছু পুরনো কথা বলেছেন। বলেছেন, তিনি একজন ফুটবল খেলোয়াড়। খেলতে গিয়ে তাঁর নাকে আঘাত লাগে। বাবা মুলায়ম সিং যাদব, যাঁকে অখিলেশ ডাকেন ‘নেতাজি’ নামে, তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানতে চান তাঁর বিয়ে হয়ে গেছে কি না। বিয়ে হয়ে গেছে জেনে তিনি বলেন, তা হলে আর নাক ঠিক করার জন্য অপারেশনের দরকার নেই। তারপর এই নাক নিয়েই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে যান। তিনি বলেছেন, এই নাকের নাকি একটা মাধুর্য রয়েছে।

অখিলেশ কথায়-কথায় বলেন, কার্টুন নিয়ে কিছু আইনি বাধা রয়েছে। সবাই কার্টুন মেনে নিতে পারে না। কী ভাবে সব কিছু সামলে কার্টুনকে আইনি বাধার বাইরে নিয়ে আসা যায়, তা ভাবতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *