ফরাসি নাটকের পোস্টার

 

Cartoonpattor anya bybohar image

এটি একটি ফরাসি নাটকের পোস্টার। নাটকের নাম ইংরাজি অনুবাদে ‘দি বারিয়াল অফ দি বস’। ১৯৭৯। এখানে একটি ফরাসি কৌতুক-প্রবাদকে আঁকা হয়েছে : কুমীরের চোখে জল (বাংলাতেও একই প্রবাদ রয়েছে)। লোক দেখানো শোক দেখিয়ে অন্য কিছুর ছল।

এই পোস্টারটি দেখানোয় আমাদের ছল এই রকম : সম্প্রতি ফরাসি কার্টুন পত্রিকার দপ্তরে আক্রমণের প্রতিবাদে, মত প্রকাশের অধিকারের পক্ষে যে-সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা একসাথে হাতে হাত ধরে হাঁটলেন ফ্রান্সের রাজপথে, তারা তাদের দেশে মতপ্রকাশের অধিকার মানেন না। যেমন ইজরায়েলের কারাগারে বন্দি পালেস্তাইনের কার্টুনশিল্পী। কার্টুন পত্রিকা দপ্তরে আক্রমণের পক্ষে যারা ফ্রান্সে ই-মেলে মত প্রকাশ করেছেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টারটি বানিয়েছে GRAPUS, ১৯৭০-এ তৈরি একটি ফরাসি শিল্পীগোষ্ঠী। সদস্যরা Pierre Bernard, Gerard Paris-Clavel, Francois Miche. এই পোস্টারটি যারা আঁকতে দেন, তারাই বাতিল করে দেন। ২০০০ পোস্টার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

সংগ্রহ সূত্র : Fifty Years of French Poster Art, 2003

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *