কার্টুন-চিত্রী প্রাণনাথ গিরীন্দ্রনাথ গোপালচন্দ্র

প্রথম বাংলা কার্টুন পত্রিকা ‘হরবোলা ভাঁড়’। দ্বিতীয় ‘বসন্তক’। দুটোই ১৮৭৪ সালে। দুটোতেই অনেক কার্টুন। কিন্তু কার্টুন-শিল্পীদের নাম লেখা নেই।

অন্য-অন্য সূত্র থেকে জানা যায় ‘বসন্তক’-এর কার্টুনচিত্রীদের নাম। প্রাণনাথ দত্ত, গিরীন্দ্রনাথ দত্ত আর গোপালচন্দ্র দত্ত।

প্রাণনাথ দত্ত (১৮৪০-১৮৮৮) লেখক, মানচিত্রকর, নাট্যকার। বাংলার প্রথম সচিত্র মাসিক পত্রিকা ‘বিবিধার্থ সংগ্রহ’-এর (১৮৫১) প্রথমে সহযোগী সম্পাদক, পরে সম্পাদক। ‘রহস্য সন্দর্ভ’ পত্রিকার সম্পাদক। ‘সুচারু যন্ত্র’ ছাপাখানার প্রতিষ্ঠাতা। প্রাণনাথ ‘বসন্তক’ পত্রিকার উদ্যোক্তা।

গিরীন্দ্রনাথ দত্ত (১৮৪১-১৯০৯) লেখক, চিত্রকর, গ্রন্থ-অলংকরণশিল্পী। গিরীন্দ্রনাথের আঁকা ছবি রয়েছে টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরে দুলাল’, মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমা সম্ভব কাব্য’ এই সব বইতে।

গিরীন্দ্রনাথ স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট থেকে কাঠখোদাই শিখেছিলেন। ছবি আঁকার সঙ্গে ছবি ছাপা নিয়েও তাঁর আগ্রহ প্রকাশিত। মুদ্রণশিল্পের প্রযুক্তিতে তাঁর দক্ষতা ছিল।

আলবার্ট টেম্পল অব সায়েন্স অ্যান্ড টেকনিকাল আর্টস বিদ্যালয়টির অন্যতম উদ্যোক্তা গিরীন্দ্রনাথ। বিদ্যালয়ের চারুকলা বিভাগটির তিনি পরিচালক ছিলেন। চিত্রবিদ্যাপাঠের জন্য তিনি একটি বই লেখেন : ‘চিত্রবিজ্ঞান/চিত্র অঙ্কিত করিবার চলিত প্রথা’।

গোপালচন্দ্র দত্ত (১৮৭৪) গিরীন্দ্রনাথ ও প্রাণকুমারের আত্মীয়। তার পরিকল্পনা অনুযায়ী ‘বসন্তক’-এর প্রচ্ছদ আঁকা হয়।

 

NEWER_Cartoon Pattar matter 3_24.8

এঁরা কার্টুন বানিয়েছেন কাঠখোদাইয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *